বাউফল পরিষদ ভবন নির্মানে অনিয়ম

বাউফল পরিষদ ভবন নির্মানে অনিয়ম
এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল : ক্রুটিপূর্ণ পাইল দিয়েই বাউফল উপজেলা পরিষদের বহুতল ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। ৬ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছে। জানা গেছে, আবুল কালাম আজাদ ও মহিউদ্দিন জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পরিষদের নির্মাণ কাজের দায়িত্ব পান। ২৮০ফুট দৈর্ঘ্য ও ৬৭টি ফুট প্রস্থর একটি ৪তলা বিশিষ্ট এবং ৮৬ ফুট দৈর্ঘ্য ও ৩৮ ফুট প্রস্থর একটি হল রুম ভবনের নির্মাণ কাজ ২৩ জানুয়ারি শুরু করেন। কিন্তু ভবনের পাইল নির্মাণে ত্রুুটির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হলে রহস্যজনক কারণে ওই ত্রুটিপূর্ণ পাইল দিয়েই আবার নির্মাণ কাজ করা হচ্ছে। ইতিমধ্যে পাইল স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল হূদা পরিষদ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। ওই সময় পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী তীর্থজীৎ রায়, সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডলসহ উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কাজের তদারকি কর্মকর্তার উপস্থিতিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে পাইল নির্মাণে ত্রুটির বিষয়টি প্রমাণিত হয়। গত ১২ ডিসেম্বর পাইল সঠিক ভাবে নির্মাণ ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৭ দফা সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ওই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেবলমাত্র সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। তাকে বদলি করা হয়। এ ছাড়া ওই ত্রুটিপূর্ণ পাইল দিয়ে ভবনের নির্মাণ কাজ করা হচ্ছ্।ে ইতিমধ্যে সকল পাইল স্থাপন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , সাড়ে ৪৪ ফুট পাইল স্থাপনের কথা থাকলে করা হয়েছে সাড়ে ৪৩ ফুট। (১৩ পয়েন্ট ৫০০ মিটারের স্থলে করা হয়েছে ১৩ পয়েন্ট ১৫০ মিটার) । পাইলের প্রস্থর বা সাইজ ১ফুট বাই ১ফুট করার কথা থাকলেও সেখানে দেড় ইঞ্চি করে কম করা হয়েছে। চেম্বার, ইরিগেশন করা হয়েছে এবরো থেবরো। স্টিল আপ বা রিং দেড় ইঞ্চি করে কম দেয়া হয়েছে। ফলে ভবনটির দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্থানীয় সাংসদ সহ বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাক্তিরা অবহিত আছেন। এ বিষয়ে কিছু বলা যাবেনা; ঝামেলায় আছি!